একনজরে জয় পাওয়া টাইগারদের সিরিজগুলো
স্পোর্টস ডেস্ক : আজ সোমবার জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে ২০তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল টাইগাররা। দেশের মাটিতে বাংলাদেশের ১৬তম সিরিজ জয়। এটি বাংলাদেশের টানা পঞ্চম সিরিজ জয়।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। সাফল্যের পাতায় যুক্ত হয় ১৯টি সিরিজ জয়।
দেশের বাইরে বাংলাদেশ প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় বাংলার টাইগাররা।
একনজরে জয় পাওয়া সিরিজগুলো :
প্রতিপক্ষ সাল ব্যবধান মাঠ
জিম্বাবুয়ে ২০০৫/০৫ ৩-২ বাংলাদেশ
কেনিয়া ২০০৫/০৬ ৪-০ বাংলাদেশ
কেনিয়া ২০০৬ ৩-০ কেনিয়া
জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৫-০ বাংলাদেশ
স্কটল্যান্ড ২০০৬/০৭ ২-০ বাংলাদেশে
জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৩-১ জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড ২০০৭/০৮ ৩-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০০৮/০৯ ২-১ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে ২০০৯ ৪-১ জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ২০০৯/১০ ৪-১ বাংলাদেশ
নিউজিল্যান্ড ২০১১/১১ ৪-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১১/১১ ৩-১ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০১২/১৩ ৩-২ বাংলাদেশ
নিউজিল্যান্ড ২০১৩/১৪ ৩-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১৪ ৩-০ বাংলাদেশ
পাকিস্তান ২০১৫ ৩-০ বাংলাদেশ
ভারত ২০১৫ ২-১ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ২০১৫ ২-১ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১৫ ২-০ বাংলাদেশ
(জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দ্বিতীয় ম্যাচ পর্যন্ত)
৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�