অবশেষে উইকেট ক্ষুধা মেটালেন কাটার মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকান বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়ে সারা বিশ্বে হৈ চৈ ফেলেন দিলেন তিনি। সারা বিশ্ব তার বোলিংয়ে মুগ্ধ। তার স্লোয়ার, অফ কাটারে এবার জিম্বাবুয়ের না জানি কি অবস্থা হয়! মুস্তাফিজের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারবেন তো জিম্বাবুয়েন বোলাররা?
কিন্তু প্রথম ম্যাচে একি পরিসংখ্যান তার? ২৭ রান দিয়েও কোনো উইকেট পায়নি নিন তিনি। তাহলে কি মুস্তাফিজের বোলিং রহস্য জেনে ফেলেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এমনই প্রশ্ন আলোচনা হচ্ছে টাইগার ভক্তদের মাঝে। অন্যদিকে উইকেটের ক্ষুধাও লেগেছে মুস্তাফিজের।কিভাবে এই ক্ষুধা মেটানো যায় তা নিয়ে হতাশ মুস্তাফিজ।
অবশেষে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শেন উইলিয়ামসকে আউট করে নিজের উইকেট ক্ষুধাটা মিটিয়ে নেন এই কাটার বয়।উইলিয়ামসের পর জঙ্গুকে সরাসরি বোল্ড করে দেন তিনি। মুস্তাফিজের তৃতীয় শিকার ক্রেমার। ১ রানে ক্রেমারকে ফিরিয়ে জয় নিশ্চিত করে দেন এ ফাস্ট বোলার। ম্যাচ শেষে তার বোলিং ফিগার ৮-৩৩-৩। মানে ৩৩ রান দিয়ে ৩ উইকেট। ম্যাচের সেরা বোলার মুস্তাফিজুর রহমান।
৯নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�