সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ১১:৫১:৪৭

বাংলাদেশ ক্রিকেট টিমকে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট টিমকে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন

ঢাকা: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। সোমবার রাতে ম্যাচ শেষে গণমাধ্যমেকে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম। বিবৃতিতে তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গৌরবময় ও এক অনিশ্চয়তার জয় দিয়ে সিরিজ নিশ্চিত করায় টাইগাররা আজ থেকে বিশ্বের বুকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। তিনি আশা করেন বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। উল্লেখ্য, সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ দল। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। এ নিয়ে টানা পঞ্চম সিরিজ জিতলো টাইগার বাহিনী। ৯নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে