মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০১:১১:০০

রায়না-জাদেজার অবনতি, রায়ানের উন্নতি!

রায়না-জাদেজার অবনতি, রায়ানের উন্নতি!

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির দুই প্রিয় ক্রিকেটারকে গ্রেডেশন সিস্টেমে নামিয়ে দিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের গ্রেডেশনে সুরেশ রায়নার অবনমন হল। সঙ্গে মোহালি টেস্টের নায়ক রবীন্দ্র জাদেজার গ্রেডে অবনতি হল। সেভাবে ফর্মে না থাকায় রায়নাকে কুলীন এ গ্রেড থেকে নামিয়ে দেওয়া হল বি গ্রেড। আর বি গ্রেড থেকে সি গ্রেডে নেমে গেলেন জাদেজা। রায়না-জাদেজার মতই গ্রেডে অবনতি হল ভুবনেশ্বর কুমারের। রনজিতে ভাল পারফরম্যান্স করলেও সেন্ট্রাল কনট্রাক্টে রাখা হল না যুবরাজ সিংকে। তবে 'সেন্ট্রাল কনট্রাক্ট' বা গ্রেডেশনের মধ্যে ফিরে এলেন হরভজন সিং। এছাড়াও বি গ্রেডে আছেন সামি, আর সি গ্রেডে ঋদ্ধিমান সাহা। সারা বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গ্রেডেশন তৈরি করে ভারতীয় বোর্ড। তার ওপরেই ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক নির্ভর করে। এ, বি ও সি তিনটি গ্রেডে ক্রিকেটারদের রেখে সেন্ট্রাল কনট্রাক্ট করে বোর্ড। এ গ্রেডে থাকা ক্রিকেটাররা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। বি গ্রে থেকে প্রমোশন পেয়ে এ গ্রেডে এলেন তিন ধরনের ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করা আজিঙ্কা রাহানে। এ গ্রেডে থাকলেন ধোনি, কোহলি, অশ্বিন। গ্রেড বি থেকে থাকলেন রায়াডু, রোহিত, মুরলী বিজয়, শেখর ধাওয়ান, উমেশ যাদব, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, সামি। সেন্ট্রাল কনট্রাক্ট থেকে বাদ পড়লেন মনোজ তিওয়ারি, প্রজ্ঞান ওঝা, রবীন উথাপ্পা, সঞ্জু স্যামসন। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে