মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০২:২৭:০৮

বাংলাদেশ দলের অধিনায়ক অসীম গোপ

বাংলাদেশ দলের অধিনায়ক অসীম গোপ

স্পোর্টস ডেস্ক : প্রথম থেকে জল্পনা-কল্পনার ছিল। কিন্তু তার অবসান ঘটিয়ে অবশেষে গোলরক্ষক অসীম গোপকেই মনোনীত করা হচ্ছে জাতীয় যুব হকি দলের অধিনায়ক পদে। ধারণা করা হচ্ছে তার অধিনায়কত্বেই মালয়েশিয়ার কোয়ানটানে অনুষ্ঠেয় ৮ম জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে খেলবে জাতীয় যুব দল। তবে এটা চূড়ান্ত হবে মঙ্গলবার। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হকি ফেডারেশন ঘোষণা করবে যুব দলের নতুন অধিনায়কের নাম। ক’দিন ধরেই আলোচনা হচ্ছে, কে হতে যাচ্ছেন যুব হকি দলের অধিনায়ক। এ তালিকায় নাম ছিলো অসীম গোপ, সারোয়ার হোসেন ও খোরশেদুর রহমানের। অবশেষে গতকাল ফেডারেশনের বিশ্বস্ত সূত্র জানায়, জাতীয় দলের নির্বাচকরা অসীমকেই অধিনায়ক হিসেবে মনোনীত করতে যাচ্ছেন। আর সহকারি অধিনায়ক হবেন সেনাবাহিনীর মিলন হোসেন। এ বিষয়ে অসীম গোপ বলেন, ফেডারেশন যাকে যোগ্য মনে করবে তাকেই অধিনায়কের দায়িত্ব দেবে। এটি টিম গেম। সিনিয়র হিসেবে এই পদটি আমিও আশা করতে পারি। আমার লক্ষ্য থাকবে যাতে ভাল একটা রেজাল্ট করে মালয়েশিয়া থেকে ফিরতে পারি। আমরা একসাথে অনেকদিন থেকেই খেলছি। তিনি আরো বলেন, অধিনায়ক হিসেবে চাপ কিংবা অসুবিধা হওয়ার কথা নয়। দলীয় শৃঙ্খলা আমাদের সবারই জানা। অধিনায়ক হওয়ার মাঝে নতুন কিছুও দেখছি না। আগেও পোস্টে থেকে নির্দেশ দিয়েছি। কোন জায়গাটা খালি আছে, কোন জায়গায় প্রতিপক্ষ খেলোয়াড় ফাকা রয়েছে ইত্যাদি পোস্ট থেকেই ভাল দেখা যায়। এশিয়া কাপ কোয়ালিফাইংয়ের সময় সারোয়ার অধিনায়ক ছিল। আমি ছিলাম সহ অধিনায়ক। তার সাথে ম্যাচগুলি উপভোগ করেছি। সবাই আমরা এক। অধিনায়কের পদটি শুধুই সম্মানের। আজ আমি থাকলে। কাল হয়তো অন্যজন থাকবেন। ভাল করলে হয়তো দীর্ঘমেয়াদী হতে পারে পদটি। সাব্বির রানা ছাড়া সকলেই বিকেএসপির খেলোয়াড়। একসাথে খেলার অনেক অভিজ্ঞতা। মাঠে সবার ভুমিকা একই। সকলের ইচ্ছেগুলোর বাস্তবায়ন চাই।’ ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে