মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১১:৩৭:১০

বাংলাদেশের টানা সিরিজ জয় নিয়ে এবার যা লিখল ভারতীয় মিডিয়া

বাংলাদেশের টানা সিরিজ জয় নিয়ে এবার যা লিখল ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট সেনাদের হারিয়ে সিরিজ জেতে। এর কয়েক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার মত টিমকে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। বাংলাদেশ ওই সিরিজের পর মাঠে নামে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পেল না এই টিম। টানা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগারবাহিনী। এটি ছুঁয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও। টাইগারদের টানা জয়ের বিষয়ে ভারতীয় মিডিয়া যা লিখেছে তা নিচে তুলে ধরা হলো- ভারতীয় মিডিয়া কলকাতার প্রতিবেদন: জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের৷ সোমবার মিরপুরে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে তিনম্যাচের সিরিজে ২-০ তে জয় ছিনিয়ে নিল মাশরাফিরা৷ এই নিয়ে নিজেদের ঘরের মাঠে টানা পাঁচটা সিরিজ জেতা হয়ে গেল বাংলাদেশের৷ এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৪১ রান তোলে টাইগাররা৷ দলের ওপেনার ইমারুল কায়েস এদিন ৮৯ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন৷ ছ’টি চার ও চারটি ছয় হাঁকান এই ওপেনার৷ সাব্বির রহমান ৩৩ ও নাসির হোসেন ৪১ রান করেছেন৷ জবাবে ব্যাট করতে নেমে এলটন চিগুমবুরার দল ১৮৩ রানে গুটিয়ে যায়৷ বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট তুলে নেন৷ শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ১৪৫ রানে জিতে যায় বাংলাদেশ বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে নামবে দুই দল৷ ১০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে