মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১২:২৯:৩০

বাংলাদেশের জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ

বাংলাদেশের জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে এখন দূরে রয়েছেন সাকিব আল হাসান। কন্যা সন্তানের জনক সাকিব আল হাসান সময় দিচ্ছেন তার শিশু-কন্যা ও স্ত্রীকে। এই সুযোগ গুরু দায়িত্ব পেলেন পাকিস্তানের সফল টেস্ট ক্রিকেটার মিসবাহ উল হক। বাংলাদেশের জার্সি গায়ে বিশ্ব কাঁপাবেন পাকিস্তানি মিসবাহ। শুরুতে মিসবাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো দলেই ছিলেন না। ২০১৫ বিপিএল খেলতে যাওয়া একটি টিমের সাথে চুক্তি করেছেন মিসবাহ উল হক। রংপুর দলের আইকন সাকিব হলেও শুরুতে সাকিব খেলতে পারছেন না। এই দলে সাকিবের যায়গায় লাল-সবুজের জার্সি গায়ে খেলবেন পাকিস্তানি মিসবাহ। ২০১২ সালে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া মিসবাহ ঘরোয়া লিগ ও দেশের বাইরের বিভিন্ন টুর্নামেন্টে খেলছেন। ২০১৫ বিপিএল খেলতে মিসবাহ নিজেই আগ্রহী। রংপুর মোটা অংকের মাধ্যমে দলে নিয়েছে পাকিস্তানের এই আইকনকে। মিসবাহ টেস্টে অসাধারণ ক্রিকেটার। টি-টোয়েন্টির সময়ও পাল্টে যেতে পারেন মিসবাহ উল হক। মিসবাহ সমৃদ্ধ রংপুর রাইডার্স বেশ শক্তিশালী হবে বলে ধরেই নেয়া যায়। ১০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে