আইসিসি থেকে লজ্জাজনকভাবে বরখাস্ত হওয়ায় যা বললেন শ্রীনি
স্পোর্টস ডেস্ক : সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে লজ্জাজনকভাবে সরিয়ে দেয়া হয় শ্রীনিবাসনকে।
একদিকে আইসিসি অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও আস্থা হারিয়েছেন শ্রীনিবাসন। ক্রিকেট খেলুড়ে দেশগুলোকেও অভিনব সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে হতাশ করেছিলেন তিনি।
আইসিসির গুরু-দায়িত্বে থাকার সময় শ্রীনি পরিকল্পনা ছিল মাত্র ১০ দলের অংশগ্রহণের মাধ্যমে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করার। এ কারণেই ক্রিকেট বিশ্বের কাছে আর পছন্দের মানুষ হয়ে থাকতে পারেননি তিনি।
নানা বিকর্তের মুখে এখন আর আইসিসির সাথে নেই শ্রীনি। হাসিমুখে এই গুরুত্বপূর্ণ পদ থেকে বিদায় নেয়া হয়নি শ্রীনিবাসনের। এ পদ থেকে বরখাস্ত হওয়ায় একেবারেই ভেঙে পড়েছেন তিনি।
অন্যদিকে নানামুখি চাপেও হতাশ তিনি। শ্রীনি আইসিসি থেকে বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি আর ক্রিকেট নিয়ে ভাবতে চান না। আইসিসি ও ভারতের ক্রিকেট নিয়ে মোটেই চিন্তা করতে চাননা তিনি।
শ্রীনি বলেন, এবার থেকে সিমেন্টের ব্যবসায় মন দেব৷ ক্রিকেট নিয়ে আর মাথা ঘামাব না৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি শশাঙ্ক মনোহরকে অভিনন্দন জানান শ্রীনি।
১০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�