টেস্টে বাংলাদেশের উন্নতি না হওয়ার কারণ জানালেন সেই সেঞ্চুরিয়ান বুলবুল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে যতদিন স্বরণীয় হয়ে থাকবেন আনিমুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক তিনি।
দেশের টেস্টে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানও এই আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এখন বিশ্লেষণে এসেছে ওয়ানডেতে দারুণ উন্নতি করলেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এত পিছিয়ে থাকার কারণ।
টেস্ট খেলুড়ে ১০ টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। অন্যদিকে ওয়ানডেতে সাত নম্বরে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পয়েন্ট মাত্র ৪৭। অন্যদিকে ওয়ানডেতে বাংলাদেশের পয়েন্ট ৯৬।
টেস্টে ব্যর্থতার কারণ জানালেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, এ জন্য দায়ী কোচ বিসিবি নয়। তিনি বলেছেন, কোচেরা ক্রিকেটারদের দুর্বলতা দেখিয়ে দেয় না। দুর্বল বিষয়গুলোর উপর প্রশিক্ষণ দেয় না।
দেশের টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য তিনি উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কথা বলেন। ইনডোর স্টেডিয়াম নির্মানের জন্য সরকারের কাছে পরমর্শ দেন। এই সব বিষয়ে বিসিবিকে আরো সক্রিয় হওয়া উচিত বলে মনে করেন বুলবুল।
১০ নভেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর