বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস স্মরণে আইসিসির বিশেষ টুইটার বার্তা
স্পোর্টস ডেস্ক: ২০০০ সালের আজকের দিনে দুর্জয়-বুলবুল ও আকরামদের হাত ধরে টেস্ট আঙ্গিনায় পা রাখে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটি স্মরণে মঙ্গলবার সকালে সে সময়কার দলের ফ্রেমবন্দি একটি ছবিসহ টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০০০ সালের ২৬ জুনে দশম দেশ হিসেবে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট খেলার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই বছরের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক হয় স্বাগতিকদের।
হাঁটি হাঁটি পা পা করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ১৫ বছর পার করলেও এখন পর্যন্ত টেস্টে তেমন উন্নতি করতে পারেনি টাইগাররা। ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে মাত্র ৭টি টেস্ট এবং ড্র করেছে ১৫টি।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর