সুখবর, মাঠ কাঁপাতে আবারো আসছেন মেসি
স্পোর্টস ডেস্ক: গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে পায়ে ইনজুরিতে পড়ে প্রায় ৭/৮ সপ্তাহের জন্য মাঠের বাহিরে যেতে হয় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। বলা যায় তার অনুপস্থিতিতে কোচ এনরিকে থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা মেসিকে ভীষণ মিস করছে। তবেই এবার মেসি ভক্তদের অপেক্ষার সেই প্রহর ফুরাচ্ছে। তেমন একটি সুখবর দিলেন ক্লাব বার্সার সভাপতি জোসেপ মারিও বার্তেমেউ।
মেসির বিষয়ে বার্সেলোনার সভাপতি জানিয়েছেন, ‘আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মেসি। অর্থাৎ ও দিনের এল ক্লাসিকোতে অংশ নিতে সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন তিনি এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামানোর জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।’
গতকাল (সোমবার) স্প্যানিশ দৈনিক মার্কাকে জোসেপ মারিও বার্তেমেউ বলেন, ‘আশা করছি সে (মেসি) খেলতে পারবে। ওই সময়ের মধ্যে তার সুস্থ হয়ে উঠার কথা রয়েছে।’
মূলত এল ক্লাসিকোকে কেন্দ্র করেই মেসিকে ফিট করে তোলা হচ্ছে। দলের হয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন মেসি। তবে ম্যাচের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। এর আগে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, মেসি রিয়ালের বিপক্ষে প্রথম এল ক্লাসিকো মিস করবেন।
দেশের দায়িত্ব শেষে সুস্থ হয়ে তবেই প্রত্যেক খেলোয়াড় আবারো ন্যু ক্যাম্পে ফিরবেন বলে আশা প্রকাশ করেন বার্সার এই সভাপতি।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর