‘লিটনকে বিশ্রাম দিয়ে এই সমস্যাটা দূর করা উচিত’
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট বলছেন, লিটন যে কোন মানসিক প্রতিবন্ধকতার মধ্যেই আছে। আমার মনে হয় তার সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা বলা উচিত। তার কি সমস্যা হচ্ছে সেটি জেনে সমাধান করা উচিত। সেই সঙ্গে প্রযোজন হলে তাকে বিশ্রাম দিয়ে এই মানসিক সমস্যা দূর করা উচিত।
চলতি বছরের শুরুতে ঘরের মাঠেই অভিষেক হওয়ার পর টানা সুযোগ পেয়েও বারবার খেই হারিয়ে চলেছেন তরুণ প্রজন্মের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের এমন হওয়ার পেছনে মানসিক কারণ আছেন মনে করেন পাইলট। তার মতে মানসিক সমস্যার কারণেই বারবার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারছেন না লিটন। তবে লিটনের মেধা নিয়ে কোনো শংসয় নেই পাইলটের, অবশ্যই লিটন খুবই ভাল ও প্রতিভাবান ক্রিকেটার। তাকে সুযোগ দেয়া হচ্ছে যেন তার সেরাটাই আমরা পেতে পারি।
আমরা যদি শ্রীলঙ্কার আতাপাত্তুর কথা বলি সে কিন্তু তার প্রথম ম্যাচ থেকে বেশ কিছুদিন রান পাননি। কিন্তু তাকে সুযোগ দেয়ার ফলে সে শ্রীলঙ্কার সেরা একজন ক্রিকেটার হিসেবেই ক্যারিয়ার শেষ করে। তবে আরো ক্রিকেটার থাকায় তাদেরকেও সুযোগ দিতে বলছেন সাবেক এই অধিনায়ক।
১০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�