বিপিএল মালিকদের হুঁশিয়ার করে দিল আকসু
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল'র ২০১৫ আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠক করেছেন আইসিসি'র দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট-আকসু। একটি পরিচ্ছন্ন বিপিএল আসর আয়োজনের প্রথম দফায় সকালে তিন ফ্র্যাঞ্চাইজি দলের সাথে কথা বলেছেন ভারতের সাবেক সিবিআই প্রধান ওয়াই পল সিং।
বৈঠকে আসন্ন বিপিএল আসরকে ঘিরে কোনো দুর্নীতি, স্পট ফিক্সিংর মতো অপ্রীতিকর ঘটনা যেনো ঘটতে না পারে আগেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের হুঁশিয়ার করে দেন আকসু।
বিপিএল গভর্নিং বডি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে রাজধানীর সোনারগাঁ হোটেলে সকালে আয়োজিত বৈঠকে একটি স্বচ্ছ বিপিএল আসরের পরিকল্পনার কথা জানান ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।
এ সময় আকসু প্রধানের সাথে ক্রিকেটে ফিক্সিং এর ধরণ নিয়ে গভীর আলোচনা করেন তারা। বৈঠকে অংশ নেয়া তিন ফ্র্যাঞ্চাইজি দল হচ্ছে ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস ও চিটাগং কিংস। পরবর্তীতে বাকী তিন ফ্রাঞ্চাইজি দলের সাথে বৈঠক করবেন আকসু প্রধান।
১০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�