সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭, ১২:১৮:৫১

মাঠে চলছে বিপিএল লড়াই, এভাবে পড়ে আছে শের-ই-বাংলা!

মাঠে চলছে বিপিএল লড়াই, এভাবে পড়ে আছে শের-ই-বাংলা!

স্পোর্টস ডেস্ক: সিলেট পর্ব শেষে গত শনিবার থেকে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সেদিন দুপুর ১টায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস।

কিন্তু এই ম্যাচে দর্শকদের তেমন আনাগোনা চোখে পড়েনি 'হোম অব ক্রিকেট' এ। মাঠে বিপিএল লড়াই, চিত্রের দৃশ্যে এভাবে পড়ে আছে শের-ই-বাংলা!  

সিলেটে দারুণ সফল হয়েছে বিপিএলের প্রথম ৮টি ম্যাচ। নয়নাভিরাম স্টেডিয়ামের গ্যালারি ভর্তি ছিল দর্শক। টিকিট নিয়ে দেখা গেছে উন্মাদন। পুলিশের সঙ্গে হয়েছে সংঘর্ষ। মাঠে খেলা চলাকালীন দর্শকরা প্রতিটি মুহূর্ত চিৎকার করে উৎসাহ জুগিয়ে গেছে প্রিয় দলকে।

দর্শকদের এমন আকাঙ্ক্ষা দেখে বিসিবি গ্রিন গ্যালারির এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণাও দিয়েছে। কিন্তু ঢাকা পর্বের শুরুতে এমন কিছুই দেখা গেল না।  

বেশিরভাগ সাধারণ গ্যালারি ফাঁকা, এমনকি গ্র্যান্ড স্ট্যান্ডেও তেমন দর্শক নেই। টিকিটের জন্য বুথে তেমন কোনো চাপ নেই। জানতে চাইলে আয়োজকদের এক প্রতিনিধি বললেন, প্রচণ্ড রোদ আর গরমের কারণে দর্শকরা আসছেন না। এবার ঢাকায় প্রথম বিপিএল ম্যাচের চিত্র ছিলো এটি।

তবে গত শনিবার ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হয় সিলেট সিক্সার্সের। সে ম্যাচে ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। কখনো ভিড় আর কখনো ফাঁকা এটা দেখা যাচ্ছে বিপিএলে গ্যালারির চিত্রে।
১৩ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে