মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ০৯:৫৩:০১

খবরের শিরোনামে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান

খবরের শিরোনামে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক : আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে শেষ দিকে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবার সেই ক্যাপিটালস পরিবারেরই আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) শুরুর আগেই তাকে দলে ভিড়িয়ে খবরের শিরোনামে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় দুবাই ক্যাপিটালস জানায়, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে দলে নিয়েছে মোস্তাফিজকে। আইপিএলেও একইভাবে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম হওয়ার কথা থাকলেও, নিলামের আগেই দল নিশ্চিত হয়েছে ‘কাটার মাস্টারের’। প্রতিযোগিতা মাঠে গড়াবে ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের লিগে এটি হবে ফিজের চতুর্থ অভিজ্ঞতা। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের মঞ্চে এবারও তার কাটার ও স্লোয়ারে ভর করে সাফল্যের প্রত্যাশায় থাকবে নতুন দল দুবাই ক্যাপিটালস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে