রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৩:০৪:১৬

ক্রিকেটে, ২০ বছরের নতুন এক দানবের আগমন, একাই ৫৭ ছক্কায় ৪৯০ রান

ক্রিকেটে, ২০ বছরের নতুন এক দানবের আগমন, একাই ৫৭ ছক্কায় ৪৯০ রান


স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকান এক ব্যাটসম্যান বোলারদের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে করেছেন ৪৯০ রান।

শেন ড্যাডসওয়েল নামের ২০ বছরের এই তরুণ ক্লাব ক্রিকেটে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়েছেন। আজই ২০ বছরে পা রেখেছেন তিনি। জন্মদিনের দিন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবেন ড্যাডসওয়েল কে জানতো!

শনিবার (১৮ নভেম্বর) ক্লাব ক্রিকেটে এনডব্লিউইউ পুক্কের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ডানহাতি ব্যাটসম্যান ড্যাডসওয়েল।

পচ ড্রপসের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ড্যাডসওয়েলের ৪৯০ আর রুয়ান হাসব্রোকের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৩ উইকেট হারিয়ে পুক্কে তুলেছিল ৬৭৭ রান।

৪৯০ রান করতে উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল খেলেছেন মাত্র ১৫১ বল। তার ইনিংসে ছিল ২৭টি চারের মার। আর ছক্কা ছিল ৫৭টি। ৫৪ বল মোকবেলা করে ১২টি চার আর ৬টি ছক্কায় ১০৪ রান করে অপরাজিত থাকেন হাসব্রোক।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে