রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৪:৫৪:৩০

মুম্বাইয়ের নতুন সিদ্ধান্তে বিপাকে মালিঙ্গা

মুম্বাইয়ের নতুন সিদ্ধান্তে বিপাকে মালিঙ্গা

বিনোদন ডেস্ক  : টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য যে কয়েকজন বোলার যমদূতের মত হাজির হয়ে থাকেন তাদের মধ্যে একজন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা।  কিন্তু সাম্প্রতিক সময়ে বোলিংয়ের ধার কমে যাওয়ায় বিপাকেই আছেন এই পেসার।  এমনকি আগামী আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ানস তাকে ছেড়ে দিতে পারেই বলে খবর।

বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের নিয়মানুযায়ী তিনজনকে রাখতে পারবে দলগুলো।  মালিঙ্গাকে ছেড়ে দিয়ে বাকি বিদেশিদের রেখে দিতে চাইছে মুম্বাই।  লঙ্কান এই পেসারের অফ-ফর্ম আর ফিটনেস ভালো না থাকায় মুম্বাই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

মালিঙ্গাকে নিয়ে মুম্বাইয়ের নতুন সিদ্ধান্ত। নাম প্রকাশ না করার শর্তে মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টের একজন জানিয়েছেন, ‘আমরা মালিঙ্গাকে নিয়ে নতুন করে ভাবতে চাইছি।  হয়তো পরের আসরের জন্য তাকে নিলামে তোলা হবে।  আইপিএলের নিয়মে চার-পাঁচজন বিদেশি কেনা যায়।  মালিঙ্গাকে ছেড়ে দিয়ে নতুন কাউকে আনতে চাইছি।  আবার এমনও হতে পারে পুলের ক্রিকেটার হিসেবে এই পেসারকে আমরাই কিনে নেবো।  সময় ঘনিয়ে এলেই মালিঙ্গার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট কথা বলবে। ’

এদিকে বর্তমানে মালিঙ্গা খেলছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে।  তবে প্রথম তিন ম্যাচ খেললেও ছিলেননা চতুর্থ ম্যাচে।  আর তিন ম্যাচে তার উইকেট ছিল মাত্র দুইটি।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে