সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৮:০৭:৫৬

সুজন থাকবেন অন্তর্বতীকালীন দায়িত্বে, খোঁজা হচ্ছে বিদেশি কোচ

সুজন থাকবেন অন্তর্বতীকালীন দায়িত্বে, খোঁজা হচ্ছে বিদেশি কোচ

স্পোর্টস ডেস্ক: সুজন নিজেও চাচ্ছেন। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সমর্থনও তাকে। শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি স্থায়ী কোচ না পাওয়া গেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজনই হবেন সাকিবদের খণ্ডকালীন কোচ। সোমবার সন্ধ্যায় এ কথা জানান নাজমুল হাসান পাপন।

বর্তমান অবস্থান কী, এখনও কী হাথুরুর জন্য অপেক্ষায় আছে বিসিবি? এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘কই, আমরা তো হাথুরুর অপেক্ষায় নেই। আমরা একজন বিদেশি কোচ খুঁজছি। কারো কারো সঙ্গে আমাদের কথা হয়েছে। কেউ কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেছেন। তারা জানতে পেরেছেন, এখানে পদটা খালি হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশি কোচ না পাওয়া গেলে সুজন হবেন অন্তর্বতীকালীন কোচ।’

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও ইংলিশ সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার হতে যাচ্ছেন হাথুরুসিংহের উত্তরসূরি।  এ বিষয়ে পাপন বলেন, ‘না, এ ধরনের কথা সঠিক নয়। আমরা বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সঙ্গেও কেউ কেউ যোগাযোগ করছে। দেখা যাক কী হয়?’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে