স্পোর্টস ডেস্ক : হাতের সামনে এটাই সুযোগ ছিল৷ সেটাকে দারুণ ভাবে কাজে লাগালেন ক্রিস গেইল৷ ভারতে ২০১৬ সালে হচ্ছে টোয়েন্টি ২০ বিশ্বকাপ৷ তার ঠিক এক মাস আগে নিজেকে ঝালিয়ে নিতে পাকিস্তানের টোয়েন্টি ২০ লিগে খেলবেন গেইল৷ আইপিএলের মতোই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ৷
তবে, নিরাপত্তার কারণে সেটা হবে দোহায়৷ গেইলের এজেন্ট জানিয়েছেন, সোমবার এই চুক্তি হয়েছে৷ ড্যারেন স্যামি, সুনীল নারাইন, ওয়েইশ শাহকেও সাক্ষর করানো হয়েছে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে পি এস এলে অন্তত ২৫ জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে৷ পাক বোর্ডের একজিকিউটিভ কমিটির প্রধান নাজম শেঠি বলেন, ‘কোনও সন্দেহ নেই, গেইলের মতো তারকারাই আকর্ষণ৷ ওদের জন্যই বিজ্ঞাপন আসে, গ্ল্যামার বাড়ে, প্রতিযোগিতার গ্রহণযোগ্যতা বাড়ে৷’
আপাতত ঠিক হয়েছে, প্রথম পি এস এলে পাকিস্তানের পাঁচটি শহর, লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা ও ইসলামাবাদের নামে ফ্র্যাঞ্চাইজি দল হবে৷ ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতা হওয়ার কথা৷ মোট ২৪টা ম্যাচ হবে৷ পি এস এলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাছা হয়েছে ওয়াসিম আক্রাম, রামিজ রাজাকে৷ দুজনের সঙ্গেই গত সপ্তাহে চুক্তি হয়ে গেছে৷ কিন্তু সেই সময় অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে টোয়েন্টি ২০ প্রতিযোগিতা মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা আক্রামের৷ তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটের জন্য সবকিছু করতে রাজি আছি৷ শুধু টাকার জন্য খেলব না৷’
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি