স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিল টোপার মাহমুদুল্লা'র খুলনা টাইটানস। আর তলানিতে রয়েছে আইকন সৌম্য সরকারের চিটাগাং ভাইকিংস।
৮ ম্যাচে ৫ জয়ের বিপরীতে মাত্র দুটি হার রূপসা পাড়ের দলটির। ৭ ম্যাচে ৫ জয়ে এর পরেই রয়েছে বিপিএলের ২০১৫-১৬ মৌসুমের শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ পয়েন্ট নিয়ে আসরের টপ ফেভারিট ঢাকা ডায়ানামাইটসের অবস্থান টেবিলের তিন নম্বরে।
৮ ম্যাচে সমান ৪টি করে জয় ও হার নিয়ে মাশরাফির রংপুরের সংগ্রহ ৮ পয়েন্ট। তবে সিলের পর্বে দারুণ শুরু করলেও ঢাকা ও চট্টগ্রামে এখনও কোন জয়ের মুখ না দেখায় সুরমা পাড়ের দলটির অবস্থান টেবিলের ৫ এ। আর ৬ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থান মুশফিকের রাজশাহী কিংসের দখলে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস