স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিন শুক্রবার। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় বলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।
একই ভেন্যুতে শুক্রবার মাঠে নামে বাংলাদেশ। রনি তালুকদারকে বারবার সুযোগ দিয়েছে বিসিবি। ভারতের বিপক্ষে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বড় গল্পের নায়ক রনি প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ব্যর্থ। বলা যায় তামিমের যায়গার সৌম্য সরকারের সাথে ব্যাটিংয়ে নামেন রনি তালুকদার।
এ দলের হয়ে এ দিন শূণ্য রানে আউট হন রনি তালুদার। জাতীয় দলে সুযোগ পাওয়ার সিঁড়ি হিসাবে বিসিবি রনিকে সুযোগ করে দেয়। কিন্তু কোনো সফলতা নেই তার ব্যাটে। শুধুই ব্যর্থতার ভিতরে রয়েছেন রনি। একই সাথে ডাক মারা সারিটি বেশ লম্বা হচ্ছে তার। এই রনির ভবিষ্যৎ কি?
জাতীয় দলের হয়ে ফের কবে তাকে সুযোগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটিও দেখার বিষয়। অন্যদিকে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তো থাকছেই।
বাংলাদেশ ওপেনিং ঝুটির মাধ্যমে ভালো করার জন্য খেলবে আর সেখানে আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে ভারতের মাটিতে বাংলাদেশকে বিপদে ফেললেন এই রনি তালুকদার! দ্বিতীয় ম্যাচের ফলাফল কি হয় এখন সেটা দেখার বিষয়।
প্রথম দিনে চরমভাবে ব্যর্থ হয় টপ অর্ডাররা। এবারও কি সেই চিত্র তবে!!
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর