শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৭:১৫:২৬

গ্রামগঞ্জের সেই দৃশ্য এখন ঢাকায়

গ্রামগঞ্জের সেই দৃশ্য এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ফুটবল খেলায় দর্শক পেতে মাইকিং করা কবে থেকে প্রচলন হয়েছে জানি না, তবে মনে পড়ে শিশুকালের সেই স্মৃতিটা গ্রাম-গঞ্জ বা পাড়া-মহল্লায় ফুটবল খেলার দর্শক পেতে মাইকিং করা হতো পোস্টারে ছেয়ে যেত। এতে দর্শকও হতো অনেক। গ্রাম-গঞ্জের সেই দৃশ্যটা এখন দেখা যাচ্ছে রাজধানীর ঢাকাতে। বাংলাদেশের জনপ্রিয় ফুটবল খেলার দর্শকের কিছুটা ভাটা পড়েছে। তাই রাজধানীর বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে দর্শক পেতে। এবার খোদ রাজধানীতে জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দর্শক আহবান জানিয়ে মাইকিং করা হচ্ছে। শনিবার সকালে সেগুনবাগিচা এলাকায় একটি ভ্যানের দুপাশে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার পোস্টার সাঁটিয়ে মাইকে খেলা দেখতে টিকিট বিক্রির জন্য নির্ধারিত স্টলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। এই খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। ১৪ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে