এক লাফে ৬৭ ধাপ এগোলেন টাইগার নাসির
স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক লাফে ৬৭ ধাপ এগোলেন নাসির হোসেন।আর জিম্বাবুয়ে সিরিজে দারুণ ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন ইমরুল কায়েস। ৪১৬ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাসিরের অবস্থান এখন ১৪ নম্বরে।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পরই প্রকাশিত হয় ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং। নাসিরের রেটিং পয়েন্ট এখন ২৩৭। আর মাত্র ১৪ রেটিং পয়েন্ট হলেই পেরিয়ে যাবেন দশে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিংকেও (রেটিং ২৫০)। আর এমনটি ঘটলে বিশ্বসেরা অলরাউন্ডারদের শীর্ষ দশে প্রথমবার সাকিবের সঙ্গে ঠাঁই পাবেন নাসিরও।
চলতি বছরে দারুণ খেলা নাসির ওয়ানডের ব্যাটিং তালিকায় রয়েছেন ৪১ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানের তালিকায় ৪২১ রেটিং নিয়ে রয়েছেন ৬০ নম্বরে। ৯৮ নম্বরে রয়েছেন টেস্ট বোলারদের তালিকায়। আর ওয়ানডে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা ৭৯ নম্বরে রয়েছেন নাসির।
১৪ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস