স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা ফরওয়ার্ড রোনালদোকে একাধারে ব্রাজিল ও বিশ্বের সেরা হিসেবে ধরা হয়। তাই তিনি অনেকের জন্যই আদর্শ। তার পরবর্তি প্রজন্মের অনেকেই তার ফুটবল স্কিল অনুকরণ করার চেষ্টা করে। তবে এবার রোনালদোর দেশের বর্তমান সেরা তরকা নেইমার রোনালদোকে অনুসরণ করেছেন বটে, তবে সেটা একটু ভিন্ন ভাবে।
২০০২ সালে বিশ্ব্কাপ জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপে অসাধরন পারফর্ম করেছিল ব্রাজিলিয়া লিজেন্ড ফরোয়ার্ড। সেই ট্রুনামেন্টে ৮টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবল জাদুকর। সেই ট্রুনামেন্টে রোনালদোর চুলের স্টাইলটাই এবার নকল করলেন নেইমার। নিজের চুলের কাটিংটাও দিলেন সেভাবেই।
নেইমার বলেন, আমি সেই বিশ্বকাপটি সম্পুর্ন মনোযোগ সহকারে দেখছিলাম। এবং আমার সব কিছু মনে আছে। আমার মনে আছে রোনালদোর হেয়ার কাট ছিল এটি এবং এটি দেখতেও সুন্দর লাগছিল। তাই আমিই সেটা করলাম।
২০০২ সালে এই চুলের কাটিং দিয়েই বিশ্বকাপ খেলতে নেমে বাজিমাৎ করেছিলেন রোনালদো। এবার কি রোনালদোর সেই পথেই হাটবেন নেইমার! তাহলে কি ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপাও আসবে নেইমারের হাত ধরেই?
এমটি নিউজ/এপি/ডিসি