স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ার কে? উত্তর কি হবে? বার্সালোনা থেকে ২২২ মিলিয়নে পিএসজিতে পাড়ি জমিয়ে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ারের তকমাটি নিজের গায়ে চড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
কিন্তু যদি পারফর্মেন্সের মানদন্ডে সেরা বিচার করা হয় তাহলে কে সেরা? সিআইইএস ফুটবল বর্তমানে খেলা সেরা তারকাদের একটি তালিকা তৈরি করেছে। সেখানে বর্তমান বাজার দলে কার মুল্য কত সেটা প্রকাশ করা হয়েছে। পারফর্মেন্স ও বয়স হিসাব করে এই তালিকা করা হয়।
তালিকার সবার উপরের নামটি নেইমারের। তার মুল্য ধরা হয়েছে ২১৩ মিলিয়ন ইউরো। দুই নম্বরে থাকা মেসির মুল্য ধরা হয়েছে ২০২.২ মিলিয়ন এবং তিন নম্বরে আছে হ্যারি কেন। তার মুল্য ধরা হয়েছে ১৯৪.৭ মিলিয়ন।
সবচেয়ে দামী ১০০ জন খেলোয়ারের প্রকাশিত এই তালিকায় চার নম্বরে আছে এমবাপ্পে। তার মুল্য ধরা হয়েছে ১৯২.৫ মিলিয়ন। এরপরে যথাক্রমে আছে ডেলে আলি ( ১৭১.৩ মিলিয়ন), কেভিন ডি ব্রুইন ( ১৬৭.৮ মিলিয়ন), রুমেলু লুকাকু ( ১৬৪.৮ মিলিয়ন), পল পগবা (১৪৭.৫ মিলিয়ন)।
কিছুদিন আগে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়নে কেনা ডিফেন্ডার ভিরগিলের দাম ধরা হয়েছে ৫০.৮ মিলিয়ন ইউরো। তিনি আছেন তালিকার ৯৬তম স্থানে। এছাড়া সেরা ১০০তে থাকা তারকাদের মধ্যে আছে সালাহ (১৪০.৫ মিলিয়ন), স্টার্লিং ( ১৩৮.২ মিলিয়ন), ফিলিপ কৌতিনহো ( ১২৩ মিলিয়ন)।
পাঁচবারের ফিফা বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর দাম ধরা হয়েছে ৮০.৪ মিলিয়ন। তিনি আছেন তালিকার ৪৯ নম্বরে। গতবছর রোনালদোর মুল্য ধরা হয়েছিল ১৩৭.৮ মিলিয়ন।
৯ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর