শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩:৪৩

ম্যাচসেরা সাকিব ১০ হাজারের মাইলফলকে

ম্যাচসেরা সাকিব ১০ হাজারের মাইলফলকে

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অল-রাউন্ডার মাঠে নামবেন আর একটা রেকর্ড গড়বেন না এটা যেন হতেই পারে না। ত্রিদেশীয় সিরিজের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। আজ তো সাকিবেরই দিন!

১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের দরকার ছিল ৬৬ রানের। এদিন লঙ্কান বোলাদের পাড়ার বোলার বানিয়ে ৬৩ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। পৌঁছে যান ম্যাজিক মাইলফলকে। এর আগে এই মাইলফলক অতিক্রম করেছেন সাকিবেরই প্রিয়বন্ধু দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ সেই তামিমও আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজকের ম্যাচের আগে মাইলফলক থেকে মাত্র ৭ রান দূরে ছিলেন তামিম। লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরির আক্ষেপ জাগানিয়ে ৮৪ রানের ইনিংস খেলে এই মাইলফলক টপকে যান তিনি।

শ্রীলঙ্কাকে আজ ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতেও ৮ ওভারে ১ মেডেনসহ ৪৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাকিব। হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা চলতি সিরিজে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নিল।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে