শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৭:৫২:৫৫

লঙ্কানদের বিশাল ব্যবধানে হারিয়ে যা বললেন মাশরাফি

লঙ্কানদের বিশাল ব্যবধানে হারিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কানদের বিপক্ষে জয়টিকে গেলো বছরে প্রাপ্ত জয়গুলো থেকে আলাদা করে রাখছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে তামিম বা অন্য কেউ সেঞ্চুরি না পাওয়াতে আফসোস আছে তার।

"সাম্প্রতিক সময়ে এটা আমাদের সেরা জয়। ছেলেরা সত্যিই দারুণ খেলেছে। আমাদের এভাবে খেলে যেতে হবে। ম্যাচ জিতলে বা হারলেও শেখার জন্য কিছু না কিছু থাকে। তামিম সেঞ্চুরি পেতে পারতো, সবার ব্যাটিং দারুণ থাকলেও সেঞ্চুরি পায়নি কেউই।"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন মাশরাফি। একইসাথে দলের ব্যাটসম্যান এবং বোলারদের পারফর্মেন্সে পুরোপুরি তৃপ্ত হতে দেখা যায় ওয়ানডে অধিনায়ককে। বিশেষ করে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কথা বলতে গিয়ে তিনি জানান,

"দক্ষিণ আফ্রিকায় বল হাতে আমাদের বাজে সময় কেটেছিল। দেশে ফিরেই আমরা স্বরূপে এসেছি। সাব্বিরের ভূমিকা ছিল ম্যাচ ফিনিশ করা। সে ছয় বা সাত নম্বরের ব্যাটসম্যান। সেখানে সে ইতিবাচক থাকে এবং সেখানেই তাকে মানায়।

"আর তিন নম্বরে সাকিবকেও দারুণ দেখাচ্ছে। তামিম রানের জন্য সবসময়ই ক্ষুধার্ত। আর এনামুল শুরুতেই দারুণ খেলেছে। প্রথম পাঁচের ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলা উচিত ছিল, যেটা আজ তারা পেরেছে।"
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে