শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪:৫৭

সাকিবের চোখে কেবল ‘আরেকটা জয়’ মাত্র

সাকিবের চোখে কেবল ‘আরেকটা জয়’ মাত্র

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে হারাতে জোর পরিকল্পনা করেছেন সদ্য সাবেক হওয়া কোচ হাথুরুসিংহে। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে মাশরাফী-সাকিবরা ১৬৩ রানের বিশাল জয় তুলে নিয়েছেন। প্রমাণ করেছেন হেড কোচ ছাড়াও বাংলাদেশ ভয়ঙ্করই।

তবে হাথুরুর লঙ্কার বিপক্ষে এমন জয় বাড়তি মাত্রা যোগ করেছে কিনা এমন প্রশ্নে সাধাসিধে উত্তরই দিলেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে জানালেন, ‘না। এটা আমাদের কাছে কেবল একটা জয়ই।’

শ্রীলঙ্কার সঙ্গে অতীতে বহু ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে টাইগারদের এটি কেবল সপ্তম জয়। টুর্নামেন্টের শিরোপায় চোখ রেখে জয়টিকে অবশ্য গুরুত্বপূর্ণই বলছেন সাকিব, ‘শ্রীলঙ্কার সঙ্গে জেতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। টুর্নামেন্টের প্রতিযোগিতা হিসেবেও যদি দেখি, ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য। দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রভাব বিস্তার করে জিতলাম। অবশ্যই এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে পরের দুটি ম্যাচ জেতার জন্য।’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেট হারানোর ম্যাচে ৩৭ রান ও তিন উইকেট নিয়ে ম্যাচসেরার হন সাকিব। শুক্রবার ব্যাটিংয়ে নিজেকে আরেকটু ছাড়িয়ে খেলেছেন ৬৭ রানের ইনিংস। পাশাপাশি নেন আগের ম্যাচের সমান তিন উইকেট। ফল, আবারও ম্যাচসেরা।

জয়ে ধারাবাহিকভাবে অবদান রাখা স্বস্তি দিচ্ছে সাকিবকে, ‘দলের জন্য অবদান থাকলে তো সব সময় ভাল একটা অনুভূতি হয়। শেষ দুইদিন ধরে ভাল পারফরম্যান্স হচ্ছে। ব্যাটিং-বোলিং সব বিভাগেই। চেষ্টা থাকবে এটা যেন ধারাবাহিকভাবে করতে পারি।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে