শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১২:৩১

হাথুরুকে টাইগারদের গুরুদক্ষিণা

হাথুরুকে টাইগারদের গুরুদক্ষিণা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে গুরু হাথুরুসিংহেকে গুরুদক্ষিণা দিল টাইগাররা। ৩২১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে ১৫৭ রান তুলতেই ৩২ ওভার ২ বলে অলআউট হয়ে যায় হাথুরুর বর্তমান শিষ্যরা। ১৬৩ রানের এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের লড়াকু পুঁজি গড়ে টাইগাররা।

ওপেনিংয়ে নেমে ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হকের ব্যাটে রানের ফল্গুধারা ছুটতে থাকে। ব্যক্তিগত ৩৫ রানে আউট হন এনামুল। তবে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪০তম ফিফটি তুলে নেন তামিম। আকিলা দনঞ্জয়ার বলে আউট হবার আগে ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১০২ বলে ৮৪ রান করেন তিনি।

তামিমের বিদায়ের পর সাকিব তার ওয়ানডে ক্যারিয়ারে ৩৬তম ফিফটি তুলে নেন। অসেলা গুনারত্নের বলে আউট হবার আগে তিনি ৭টি চারের সাহায্যে ৬৩ বলে ৬৭ রান করেন।

এরপর মুশফিকুর রহিম তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি তুলে নেন। পেরেরার বলে বোল্ড হবার আগে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তার বিদায়ের পর মাশরাফি ও নাসির দ্রুত বিদায় নেন। শেষপর্যন্ত সাব্বির রহমানের ঝড়ো গতির ইনিংস দলের স্কোরকে ৩২০ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। ২৪ রানে সাব্বির এবং ৬ রানে মোহাম্মদ সাইফুদ্দিন অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৩টি, ফার্নান্দো ২টি, দনঞ্জয়া ও গুনারত্নে ১টি করে উইকেট নেন।

পাহাড়সম লক্ষ্য অতিক্রম করতে গিয়ে টাইগারদের হিংস্র বোলিংয়ে হাথুরুর কোনো শিষ্যই ব্যাট হাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি মাঠে।

মাত্র ১ রান করেই আউট হয়ে যান ওপেনার কুসল পেরেরা। আরেক ওপেনার উপুল থারাঙ্গা আউট হন ২৫ রান করে। এছাড়া কুসল মেন্ডিস ১৯, নিরোশান ডিকওয়েলা ১৬, দিনেশ চান্দিমাল ২৮, গুনারত্নে ১৬, থিসারা পেরেরা ২৯, ডি সিলভা ০, আকিলা দনঞ্জয়া ১৪ এবং সুরঙ্গা লাকমল ১ রান করে আউট হন। শূন্য রানে অপরাজিত ছিলেন ফার্নান্দো।

বাংলাদেশের সাকিব ৩টি, মাশরাফি ও রুবেল হোসেন ২টি করে এবং নাসির ও মুস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

‘প্লেয়ার অব দ্য ম্যাচ’র পুরস্কার পেয়েছেন ৬৭ রান ও ৩ উইকেট শিকার করা অলরাউন্ডার সাকিব।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে