শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৭:২৭

১০ হাজার রান হয়েছে, জানতেনই না সাকিব আল হাসান!

 ১০ হাজার রান হয়েছে, জানতেনই না সাকিব আল হাসান!

স্পোর্টস ডেস্ক: রানের হিসেবে নিজেদের ইতিহাসে এতো বড় জয় আগে কখনো পায়নি বাংলাদেশ। শুক্রবার ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে সাকিব আল হাসান হলেন ম্যাচসেরা। ব্যাট হাতে ৬৭ রান এবং বল হাতে তিন উইকেট নেয়ার পর, ম্যাচেসরার লড়াইয়ে তার বিকল্পও অবশ্য কেউ ছিলো না। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন শুনে প্রথমে চমকে গেলেন সাকিব, পরে অন্যদেরও দিলেন চমকে!

এই ম্যাচে ৬৭ রানের ইনিংসটি খেলার পথেই সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে পূরণ করেন ১০ হাজার রান। এই তথ্যটি তার জানাই ছিলো না! সংবাদ সম্মেলনে এসে তাই এ সংক্রান্ত প্রশ্ন শুনে চমকে উঠলেন তিনি। বলে ফেললেন, তাই নাকি!

প্রশ্নটা ছিলো এমন, ‘সাকিব, আজকেই তো ১০ হাজার রান করে ফেললেন। সব ফরম্যাট মিলিয়ে ৫০০ উইকেটও হয়তো এই সিরিজেই হয়ে যাবে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?’

সাকিব উত্তর শুরু করলেন ‘তাই নাকি’ বলে বিস্ময় প্রকাশ করে! তার উত্তর এলো এভাবে, ‘তাই নাকি! আলহামদুলিল্লাহ। এ রকম এককেটা ল্যান্ডমার্ক ছুঁতে পারলে ভালো লাগে। চেষ্টা থাকবে যতো বেশি মাইলফলক সম্ভব, তা ছোঁয়ার। যদিও সব সময় হবে না।’

একই ম্যাচে তামিম ইকবাল ছুঁয়েছেন ১১ হাজার রানের মাইলফলক। অর্থাৎ সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্পর্শ করলেন ১০ হাজার রানের গৌরব। পুরো ক্যারিয়ারে ব্যাট হাতে সাকিব আর তামিম এগিয়েছেন প্রায় হাত ধরাধরি করে। কখনো সাকিব ছাড়িয়ে গেছেন তামিমকে, কখনো তামিম পেছনে ফেলেন সাকিবকে।

এ বিষয়ে সাকিব বলেন, ‘আসলে এটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। এতে দলের জন্যই ভালো। এটা খুব জরুরি। এতে নিজের প্রতি একটা চ্যালেঞ্জ তৈরি হয়। প্রতি ম্যাচেই আমাদের চিন্তা থাকে এক আরেকজনের চেয়ে বেশি রান করার। তার মানে এটা নয় যে, আমরা চাই অন্যজন দ্রুত আউট হয়ে যাক!’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে