শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ১১:৪৩:৩৪

বড় মাপের কোচ হাতুরু আমাদের গর্বের ব্যাপার!

বড় মাপের কোচ হাতুরু আমাদের গর্বের ব্যাপার!

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের পর বাংলাদেশের বিপক্ষে হারের পরও দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তিসারা পেরেরা হেড কোচের কোনো দোষ দেখছেন না। কাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা গর্বের বিষয় যে, হাতুরুসিংহের মতো একজন বড় মাপের কোচ আমাদের সাথে।

তবে দলের সাফল্য নিয়ে আসতে তার জন্য সময়ের প্রয়োজন। তার হাতে এমন কোনো জাদু নেই যে, সেটা দিয়ে সব মুহূর্তে পরিবর্তন করে দেবেন।’

জিম্বাবুয়ের পর বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর আমাদের যে শিক্ষা নিয়ে এ ম্যাচ খেলার কথা ছিল, সেটাতে আমরা মনোযোগী হতে পারিনি। তবে এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’

তবে বাংলাদেশের প্রশংসা করেন তিনি। তিসারা বলেন, ‘সাকিব, তামিমসহ বাংলাদেশ দলে বেশ ক’জন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তারা অনেক ভালো ক্রিকেট খেলেন।’

ভারত সফরের পর ক্যাপ্টেনসিতে পরিবর্তন এনে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। নতুন ক্যাপ্টেন ম্যাথুস। এটাতে দলের ওপর কোনো প্রভাব পড়েছে কি না এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মনে হয় না। আমরা জানি আমাদের পারফর্ম করতে হবে। আমরা সেটাই করছি। ক্যাপ্টেনসি পরিবর্তনের বিষয়টা জানেন তো নির্বাচকেরা।’

শ্রীলঙ্কা এ ম্যাচে খুব ভালো খেলেনি। ক্যাচ ড্রপ হয়েছে। ঢিলেঢালা ফিল্ডিংও মনে হয়েছে। দলের ক্রিকেটারদের ফিটনেসে কোনো প্রবলেম আছে কি না এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না এমনটা নয়। সব ম্যাচ এক রকম যায় না এটাতে এমন হয়ে গেছে।’ তবে তিসারা এ অবস্থার উন্নতি ঘটিয়ে পরের ম্যাচে খেলতে নামবেন বলে আশাবাদ রেখেছেন।
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে