শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০১:১৬:২৩

টানা ৩ বার ম্যাচ সেরা হলেন টাইগার সাকিব

টানা ৩ বার ম্যাচ সেরা হলেন টাইগার সাকিব

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে বাংলাদেশের জয়ে টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়ে মাশরাফি বিন মুর্তজার রেকর্ডে ভাগ বসালেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গত ১৫ জানুয়ারি জিম্বাবুয়েকে ও ১৯ জানুয়ারি শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচেই ম্যাচ সেরা ছিলেন সাকিব। এর আগে গত বছরের ৯ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

এই টাইগার অলরাউন্ডারের আগে এরকম টানা তিনবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালের ১২, ১৩ ও ১৫ আগস্ট কেনিয়ার বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি-সাকিব দুইজনই হয় বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব মাশরাফি বিন মুর্তজার উপর। আর টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব সাকিব আল হাসানের উপর। তাছাড়া ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করছেন সাকিব।
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে