শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৩:০৪:২৭

হাথুরুর থলিতে আলাদীনের চেরাগ নেই

হাথুরুর থলিতে আলাদীনের চেরাগ নেই

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড নিয়ে স্পেশাল ট্রেনিং ক্যাম্প করেছিলেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। নির্বাচক প্যানেলেও নিজেকে সংযুক্ত করেছেন, দলেও এনেছেন বড় ধরণের পরিবর্তন। অধিনায়ক পরিবর্তনের সঙ্গে দল থেকে সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে বাদ দিয়েছেন। হাথুরুর থলিতে আলাদীনের চেরাগ নেই।

এতকিছুর পরেও পালছেড়া 'লঙ্কান জাহাজকে' জয়ের বন্দরে চেনাতে পারলেন না হাথুরু। কারণ, তার হাতে আলাদীনের চেরাগ নেই যে ঘষা দিলেই সঙ্গে সঙ্গে সফলতা আসবে। এমনটাই মনে করেন দলের অলরাউন্ডার থিসারা পেরেরা।

শুক্রবার বাংলাদেশর বিপক্ষে লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে পেরেরা বলেন, অলৌকিক কিছু করার ক্ষমতা কোনো কোচের নেই।

২০১৭ সালটা লঙ্কানদের জন্য ছিলো একেবারেই ভৌতিক। ২৯ ওয়ানডের ২৩টিতেই হার। নতুন বছরে নতুন কোচের কাঁধে দায়িত্ব পড়ার প্রথম দুই ম্যাচেই হার। অথচ প্রত্যাশার ডালা সাজিয়ে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় হাথুরুসিংহেকে। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সেই পরিচিত বাংলাদেশের বিপক্ষেও অকার্যকর হাথুরুর টোটকা। এমন হারের পর সবচেয়ে আলোচনা হচ্ছে লঙ্কানদের কোচ নিয়েই। তবে এক্ষেত্রে কোচের পক্ষেই সাফাই থিসারার।

'চান্ডিকা হাথুরুসিংহেকে পাওয়াটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ সে বিশ্বের সেরা কোচদের মধ্যে একজন। পূর্বেও আমি তাঁর সঙ্গে কাজ করেছি শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে। তার সময় দরকার। কেউ অলৌকিক কিছু করতে পারেনা। আমি মনে করি নতুন কোচের সঙ্গে এখন দলকে সামনে এগিয়ে যাওয়া উচিৎ।'

টানা দুই ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটা সুতোয় ঝুলছে শ্রীলঙ্কার জন্য। তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলেই মনে করেন থিসারা। আগামীকাল (রোববার) নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে