শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৩:১৪:৪৫

তামিমের সঙ্গে আমার প্রতিযোগিতা আরও জমবে: সাকিব

তামিমের সঙ্গে আমার প্রতিযোগিতা আরও জমবে: সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের দুই বড় তারকা আবার দুজন ঘনিষ্ট বন্ধুও।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিকানা নিয়ে দুজনের মধ্যেই দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলে আসছে। কিন্তু একটা জায়গায় সাকিব বারবার পিছিয়ে যাচ্ছিলেন। সেটা হল, তাকে ব্যাট করতে হত ৫-৬ নম্বরে। চলতি ত্রিদেশীয় সিরিজে সাকিবকে উঠিয়ে আনা হয়েছে তিন নম্বরে। এই পজিশনে নিজের কার্যকরিতাও দেখিয়েছেন তিনি। সেইসঙ্গে সাকিবের ধারণা, বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা এবার আরও জমবে।

গতকাল শুক্রবার শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারানোর ম্যাচে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রান স্পর্শ করেছেন তামিম, সাকিব ছুঁয়েছেন ১০ হাজার। ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিকানা নিয়ে বেশ জমজমাট লড়াই চলছে দুজনের। তামিমকে প্রাপ্য কৃতিত্ব দিতে কখনোই কার্পণ্য ছিল না সাকিবের। তিন নম্বরে উঠে আসার পর তার বিশ্বাস, এবার বন্ধুর সঙ্গে লড়াই আরও জমবে।
 
সাকিব বললেন, 'আমাদের মধ্যে স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা সব সময় কাজ করে। দলের মধ্যে কে বেশি রান করছে, কে বেশি উইকেট পাচ্ছে। এটা দলের মধ্যে সব সময়ই আমরা ইতিবাচকভাবে আলোচনা করি। আমার কাছে মনে হয়, প্রতিযোগিতাটা আরও ভালো হবে।'
 
এই প্রতিযোগিতা দলের জন্যই ভালো বলে মন্তব্য করে সাকিব বললেন, 'এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমার কাছে মনে হয় খুব জরুরি। সবার তো সবার প্রতি অবশ্যই একটা প্রত্যাশা থাকে। নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ থাকে। এমন প্রতিযোগিতা দলের জন্য অনেক ভালো। আমরা হয়ত তিন-চারজন আছি রানের দিক থেকে খুব কাছাকাছি। প্রতি ম্যাচেই আমাদের চিন্তা থাকে কার থেকে কে বেশি রান করবে।'
 
কিন্তু মজার বিষয় হল, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সাকিব জানতেনই না যে, তিনি ১০ হাজার রানের মাইলফলকের কাছাকাছি আছেন। সাংবাদিকদের কাছে শুনে বললেন, 'তাই নাকি? আসলে এমন একেকটা মাইলফলক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে। চেষ্টা থাকবে আরও যত বেশি করতে পারি। সব সময় হয় না। এখন ভালো হচ্ছে। চেষ্টা থাকতে আরও যত দ্রুত মাইলফলকগুলো ছোঁয়া যায়।'
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে