রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১২:২১:৩৮

জিম্বাবুয়ের দুর্দান্ত ব্যাটিং, বিনা উইকেটে ৩ ওভারে ১৭ রান

জিম্বাবুয়ের দুর্দান্ত ব্যাটিং, বিনা উইকেটে ৩ ওভারে ১৭ রান

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুটি দলকেই নিজেদের প্রথম দুই ম্যাচে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাই দু্ই ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৫ রানে পরাজিত করে জিম্বাবুয়ে।

সিরিজের আজকের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচে টসে জিতে  দুর্দান্ত  ব্যাটিংয়ে জিম্বাবুয়ে । জিম্বাবুয়ে যদি আজ শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে ফাইনালে তারা বাংলাদেশের সঙ্গী হবে। আর শ্রীলঙ্কা বিদায় নিবে।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৭/০ (৩ ওভার)

এই সিরিজে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে আট উইকেটে হারায় জিম্বাবুয়েকে এবং দ্বিতীয় ম্যাচে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে। অপরদিকে লঙ্কানরা নিজেদের দুটি ম্যাচেই পরাজিত হয়। আর জিম্বাবুয়ে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পায় এবং একটিতে পরাজিত হয়।

জিম্বাবুয়ে: হ্যামিলটন মাসাকাদজা, মিরে , পিটার মুর , ব্রেন্ডন টেইলর, ক্রেগ এর্ভিন, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ব্লসিং মুজরাবানী

শ্রীলংকা: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চন্ডিলেল (উইকেটরক্ষক), এঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসুম মেন্ডিস, গুনরত্নে, পেরেরা, আকিলা ধনঞ্জয় , লাকমল, হ্যাশারাঙ্গ , ধুশমান্থা ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে