রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩:৪৬

আইপিএলের নিলামে ছয় বাংলাদেশি চুড়ান্ত

আইপিএলের নিলামে ছয় বাংলাদেশি চুড়ান্ত

নিউজ ডেস্ক :  আগামী ২৭-২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরু শহরে শুরু হবে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৮ সালে নিলাম।   সেখানে তোলা হবে এবছর আইপিএলে খেলার আগ্রহ দেখানো খেলোয়াদের।  আর নিলামে তোলা হবে বাছাইকৃত খেলোয়ার দের।

এ বছর ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ১১২২ জন ক্রিকেটার খেলার আগ্রহ দেখিয়েছিলেন।  তাদের মধ্যে থেকে এরই মধ্যে বাছাই প্রকৃয়া শেষ হয়েছে।  ১১২২ জন ক্রিকেটারতাদের মধ্য থেকে ৫৭৮জনকে বেছে নেয়া হয়েছে।  যার মধ্যে ৩৬০ জনই ভারতীয় এবং ২১৮ জন বিদেশী।  এদের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ছয় জন।  আইপিএলের নিলামে এখন পর্যন্ত ছয় বাংলাদেশি চুড়ান্ত।

গত আসরের ১৮ খেলোয়াড়কে আটটি ফ্র্যাঞ্চাইজি রেখে দিয়েছে।  বাকি যারা রয়েছেন তাদের আগামী ২৭-২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরু শহরে নিলামে তোলা হবে।

নিলামে মারকিউ-১ সেটের ক্রিকেটারদের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রূপি।  এ তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসিস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আজিঙ্কা রাহানে, মিচেল স্টার্ক ও বেন স্টোকস। 

মারকিউ-২ সেটে যারা আছেন তাদের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রূপি।  এ সেটে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।  মারকিউ-১ এবং মারকিউ-২ এ দুইটি সেটের ক্রিকেটাররা তালিকায় সেটের ক্রমিকানুসারে প্রথম দুইয়ে রয়েছে।

মুস্তাফিজুর রহমানেরও সর্বনিম্ন মূল্য এক কোটি রুপি।  বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, ব্যাটসম্যান সাব্বির রহমান, পেসার আবুল হাসান রাজু এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদেরর সর্বনিম্ন মূল্য ৫০ লক্ষ রুপি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে