রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৫২:২৫

লঙ্কান বোলারদের হাতখুলে পেটাচ্ছেন মাসাকাদজা

লঙ্কান বোলারদের হাতখুলে পেটাচ্ছেন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ছিলেন হ্যামিলটন মাসাকাদজা। আজ দ্বিতীয় ম্যাচেও সেই অবস্থার ব্যতিক্রম হয়নি। শুরু থেকেই হাতখুলে পেটাচ্ছেন জিম্বাবুয়ের এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিন বাউন্ডারিতে হাঁকিয়েছেন ১৫ রান। তার সাথে আছেন সলোমোন মির। করেছেন ৭ রান।

দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান। অষ্টম ওভারের খেলা চলছে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় ম্যাচটি শুরু হয়। আজ ফিরতি লিগের প্রথম ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে রোমাঞ্চকর জয়ের স্বাদ নেয় জিম্বাবুয়ে। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

দুই খেলায় দুই বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকায় ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৪, শ্রীলঙ্কার শূন্য।

জিম্বাবুয়ে দল : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

শ্রীলঙ্কা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে