রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৬:৪৪

তামিমের যে গুনটা নিজের মধ্যে নিতে চান এনামুল

তামিমের যে গুনটা নিজের মধ্যে নিতে চান এনামুল

স্পোর্টস ডেস্ক: আগ্রাসী ব্যাটিংয়ের কারনে বাংলাদেশের ড্যাসিং ওপেনার হিসেবে নাম হয়ে গেছে তার। সেই তামিম এখন অনেক পরিণত। সময়ের প্রয়োজনে যেমন ব্যাটিং তান্ডব চালাতে পারেন, তেমনি আবার প্রয়োজনে দলের হাল ধরে খেলতে পারেন। আর এই গুনের জন্যই তো এখন ব্যাটিংয়ে ওপেনিংয়ে একমাত্র ভরসা হয়ে উঠেছেন তিনি।  এবার সেই তামিমকে অনুসরন করে এগিয়ে যেতে চান এনামুল হক বিজয়।

আগেও তামিমের সাথে ব্যাটিং করেছেন।   বাদ পড়েছেন।   আবারো দলে ফিরেছেন দীর্ঘ দিন পর।  আর ফিরে দুটি ম্যাচ খেলেছেন। একটিতে ১৯, অপরটিতে ৩৫ রান করেছেন।  খুব ভালো করেছেন সেটাও নয়, আবার এতদিন পর ফিরে খুব যে খারাপ করেছেন, সেটাও নয়। তবে নতুন করে জীবন পাওয়া এনামুল এবার জাতীয় দলে একেবারে থিতু হতে চান।  সেজন্য তামিমের মতই নিজেকে গড়ে তুলতে চান তিনি।

এনামুল বলেন, একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইকে অনুসরণ করার চেষ্টা করছি।  তামিম ভাই সব সময় খুব সমর্থন করেন।  টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইয়ের চেয়ে সাপোর্টিভ কেউ নেই। তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করা গর্বের ব্যাপার। বাংলাদেশে এতো বড় একজন ওপেনার জন্ম নিয়েছেন— এটা বিরাট ব্যাপার। তার সাথে নানা বিষয় নিয়ে কথা হয়।  অফ দ্য ফিল্ড বা অন দ্য ফিল্ডে কথা হয়েছে।  তিনিও আমার প্রশংসা করেছেন।

নতুন জীবন পেয়ে দুই ম্যাচে ইনিংস লম্বা করতে পারেননি বিজয়।  তবে তাতে আক্ষেপ থাকলেও সেটা কাটিয়ে উঠতে চান তিনি। এনামুল বলেন, আমি চাচ্ছি দল যেভাবে চায় সেভাবেই খেলতে।   অবশ্যই ইনিংসগুলো বড় হলে খুব ভালো লাগবে।তামিম ভাইয়ের সাথে ৭০ রানের পার্টনারশিপ দেড়শ রানের হলে সেই ব্যাপারটা আরো ভালো লাগার বিষয়।  ভালো লাগার শেষ নেই। চেষ্টা করব এ ভালো লাগার থেকে আরও বেশি ভালো লাগাতে।

বাংলাদেশও তামিমের সাথে যোগ্য ওপেনারের খোজে চষে বেড়াচ্ছে। ইমরুল, জুনায়েদ, নাজিম উদ্দিন, সৌম্য কেউই থিতু হতে পারেনি তামিমের সাথে।  এবার সেই অপ্রাপ্তিটাই ঘোচাতে চান এনামুল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে