স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে চলছে নিজেদের মধ্যে তুমুল লড়াই। বরিশাল ও রাজশাহীর লড়াইটা অন্যান্য টিমের চেয়ে অন্যরকম। দুই দলের রয়েছেন জাতীয় দলের সাবেক কয়েকজন নন্দিত ক্রিকেটার।
কে বড় আর কে ছোট? কে হারে আর কে জেতে? এটা দেখার ভক্তদের উপচে পড়া ভির স্টেডিয়ামে। রবিশাল ও রাজশাহীর প্রথম ইনিংসের লড়াইটা হয়েছে একপেশে। শুধু তাই নয় বরিশালের ধাক্কায় লজ্জার রেকর্ড গড়ল মুশফিক বাহিনী। জাতীয় লিগে দীর্ঘদিন উদাহরণ হয়ে থাকবে এটি। মাত্র ৯৩ রানে অল আউট হয়েছে রাজশাহী বিভাগ।
দ্বিতীয় দিনে রাজশাহীর আশার আলো হয়ে দাঁড়ানো মুশফিকও পরাস্ত হন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ রান করে আউট হন মুশফিক। অন্যদের মধ্যে ২০ এর উপরে রান করতে পারেনি কেউ।
তৌহিদুল ইসলামের কাছেই পরাস্ত হয় মুশফিকরা। তৌহিদ একাই নেন ৬টি উইকেট। অন্যদিকে গোলাম কিবরিয়া নেন ৩টি। সোহাগ গাজী পান একটি উইকেট।
প্রথম ইনিংসে বরিশাল করে ৩০২ রান। অন্যদিকে প্রথম ইনিংসে ৯৩ রানে রাজশাহীর অল আউটের পরে ব্যাট করতে নেমেছে বরিশাল।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর