শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫৯:৩২

হাথুরুর ‘পূর্ব অভিজ্ঞতা’ বাংলাদেশের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে

হাথুরুর ‘পূর্ব অভিজ্ঞতা’ বাংলাদেশের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কারিগর তিনি। তিন বছর ধরে দলটিকে পরখ করেছেন। তাই এই দলের শক্তি ও দুর্বলতার জায়গা তার জানা। এর আগে আনুষ্ঠানিকভাবে না বললেও শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেকথা এবার স্বীকার করলেন।

শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। যার মাত্র দুই মাসেরও কম সময় আগে সাকিব-তামিম-মুশফিকদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এই সফরে এসে শুরুতে কিছুটা এলোমেলো হলেও ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় লেগ থেকেই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এরপর থেকে ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখিয়েছে হাথুরুর শিষ্যরা। ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজে সাফল্যের পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতেছে শ্রীলঙ্কা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এর মাধ্যমেই বাংলাদেশে চলমান মিশন শেষ হবে হাথুরুর।
 
সেই ম্যাচকে সামনে রেখে আজ শনিবার সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে স্বীকার করলেন বাংলাদেশ সম্পর্কে জানাশুনাই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, ‘হ্যাঁ’; ওদের ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। জানতাম, চাপের মধ্যে ওরা কেমন করে, কিভাবে খেলে।’
 
বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হার দিয়ে যাত্রা শুরু হয়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পর ত্রিদেশীয় সিরিজ জিতে দলটি। সেই ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও। এই প্রত্যাবর্তনে দারুণ খুশি হাথুরুসিংহে। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে ওরা দুর্দান্ত দাপট দেখিয়েছে। সেটা আমার কাছে প্রত্যাশিতই ছিল, ওরকম না হলেই আমি খুব হতাশ হতাম। তবে এরপর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটি নিয়েও আমি খুশি। ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই তৃপ্তিদায়ক সফর।’
 
তবে সাবেক শিষ্যরা ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে এমন আশাবাদ  ব্যক্ত করে হাথুরু বলেন, ‘এখান থেকে যাওয়ার পর আমি চাই বাংলাদেশ ভালো করুক। ওরা কিভাবে সামনে এগোয়, সেদিকে আমার চোখ থাকবে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে