সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:০৮:১৯

সাকিবের অভাব হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ

সাকিবের অভাব হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের হার। নতুন নতুন ক্রিকেটার দলে নিয়ে কাজ না হওয়ারয় সাকিব আল হাসানের অভাব ভালোভাবেই টের পেয়েছেন টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তারপর থেকেই দলের বাইরে এই বাঁহাতি অলরাউন্ডার। তাকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ।  

লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ দিয়েই দ্বিতীয় দফায় অধিনায়কত্বে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু তার আর ফিরা হয়নি। তবে সিরিজে সাকিবের অভাব হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাকে আমরা ব্যাটে, বলে সব জায়গাতেই মিস করেছি। শ্রীলঙ্কা দল যেভাবে খেলেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ’

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১০ রান তোলে শ্রীলঙ্কা।  জবাবে ১৮.৪ ওভারে ১৩৫ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ।  ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহর ব্যবচ্ছেদ, কোনো মোমেন্টাম না পাওয়াতেই এমন অবস্থা হয়েছে দলের।

মাহমুদুল্লাহ আরো বলেন, ‘শুরুতে যে স্কোর হয়েছিল, তাতে মনে হচ্ছিল চেজ করা যাবে। কিন্তু আমরা ভালো একটা শুরু পাইনি। উইকেট হারাতে থেকেছি, মোমেন্টাম পাইনি কোনো। আমার মনে হয়, বোলিংটাও ভালো করিনি। ব্যাট করার জন্য উইকেট ভালো ছিল। আমরা যদি তাদেরকে ১৮০ রানের মধ্যে আটকে দিতে পারতাম, তাহলে হয়তো চেজ করতে পারতাম। ’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে