ভারতের মাটিতে রেকর্ড করে জিতলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ- ভারত আফগানিস্তানকে নিয়ে ভারতে চলছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আর এই সিরিজেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হেরে যায়। টাইগারদের কাছে আফগানরা হারা ৪ উইকেটে। তবে এদিন রেকর্ডের খাতায় নাম লেখা বাংলাদেশি বোলার সালেহ আহমেদ শাওন। তিনি একাই তুলে নেন ৬ উইকেট। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে করেছেন একটি রেকর্ডও। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নেওয়া সঞ্জিত সাহার রেকর্ড ভেঙেছেন ১০ রানে ৬ উইকেট নিয়ে। ইনিংসের শেষ ওভারে পর পর ২ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশাও বাঁচিয়ে রেখেছেন তিনি। এ ছাড়া অধিনায়ক মিরাজ নিয়েছেন ২টি উইকেট।
রোরবার কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কমপ্লেক্সে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। ওপেনিং জুটিতে হজরতউল্লাহ ও ইহসানুল্লাহ শুভ সূচনার আভাসই দিয়েছিলেন। তবে দলীয় ৩৭ রানে হজরতউল্লাহ (৩২ রান) ফিরে গেলে সেই আশা অনেকখানি ফিকে হয়ে গেছে আফগানদের। বাকি ব্যাটসম্যানদের মধ্যে ইহসানুল্লাহ (১৪ রান) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ৮৫ রানে থেমে গেছে আফগানদের ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও জয়ের জন্য কঠিন লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। তবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিতে সক্ষম হয়েছেন মিরাজরা। বাংলাদশের ব্যাটসম্যানদের মধ্যে সাইফ হাসনাত ৩২ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেছেন। আফগানিস্তানের জিয়া ও করিম সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�