স্পোর্টস ডেস্ক: নাচটা আবিস্কার করলেন অপু। এই তরুণ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিধায় নাচটা তেমন প্রচার পেল না। এই নাচটাই যখন মুশফিক নেচে দেখালেন, সাথে সাথে তা বিখ্যাত হয়ে গেল সারা ক্রিকেটবিশ্বে। চলতি নিদাহাস ট্রফিতে গত ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে এমন নাচ নেচেছিলেন মুশফিকুর রহিম। গতকাল সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ফাইনালে ওঠার লড়াই শেষে টাইগারদের নাগিন নাচ কাঁপিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্ব।
শ্বাসরুদ্ধকর উত্তেজনার ম্যাচে বাংলাদেশ জয় থেকে যখন মাত্র ২৩ রান দূরে, তখন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ৭ রান করা অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সমর্থকদের তখন মাথায় হাত! অন্যদিকে ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন প্রেমাদাসার গ্যালারিতে লঙ্কান দর্শকরা মাতল নাগিন নৃত্যে। তারা বাংলাদেশকে যেন আগের ম্যাচের স্মৃতি ফিরিয়ে দিতে চাইছিল। শেষ ওভারের নাটকের মাঝে মাহমুদ উল্লাহ যখন প্রথম বাউন্ডারিটি হাঁকালেন তখন থেমে গেল লঙ্কানদের নাচ! তবে চিৎকার চলছিল।
উদানার পঞ্চম বলটি যখন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে উড়িয়ে মারলেন মাহমুদ উল্লাহ, সাথে সাথে থেমে গেল সব শব্দ। শ্মশানের নীরবতা নেমে এল প্রেমাদাসার ভরা গ্যালারিতে। মাঠে তখন ঢুকে পড়েছে বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। শুরু হয়ে গেছে নাগিন নাচ। সকলের সঙ্গে ভুঁড়ি দুলিয়ে নাচতে লাগলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। মুখ হা হয়ে গেল ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা সাবেক অজি গতিদানব ব্রেট লির। এ যেন এ রূপকথার মুহূর্ত!
৩৫ হাজার লঙ্কান দর্শক তখন স্তব্ধ। অনেকের চোখে দেখা গেল অশ্রু। উত্তেজনাবশতঃ কিছু উগ্র দর্শক বালাদেশি সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ালেন। টিভিতে খেলা দেখা দর্শকরা নিজেদের নাগিন নাচের ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করা শুরু করলেন। বিদেশী ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীরাও টুইটারে '#nagin' হ্যাশট্যাগ ব্যবহার করে উচ্ছসিত স্ট্যাটাস দেওয়া শুরু করলেন। বাদ যাননি ভারতীয় সমর্থকরাও। এই ভারতের বিপক্ষেই আগামীকাল রবিবার শিরোপার লড়াইয়ে নামবে টিম টাইগার। হবে কি আরও একবার নাগিন নাচ?
এমটি নিউজ/এপি/ডিসি