স্পোর্টস ডেস্ক: টানা ব্যর্থতার পর সমালোচনার মুখে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছিল নাজমুল হোসেন শান্ত। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একজন যোগ্য অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। অবশেষে লিটন কুমার দাসের ওপর ভরসা রেখেছে ক্রিকেট বোর্ড।
রোববার (৪ মে) লিটনকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বিসিবি। আর দল ঘোষণার পর নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন শান্ত।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে শান্ত লিখেছেন, অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।
এই দুই সিরিজের জন্য লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসানকে। এভাবে আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখার পর একজনকে বেছে নেবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব ঠিক করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।