স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের অন্যতম কিংবদন্তি পেলে নেইমার সম্পর্কে বলেন , ব্রাজিলের এই বিস্ময় প্রতিভাই ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারে। ২০১৪ বিশ্বকাপে ইঞ্জুরিতে হানা দেওয়াই নেইমার আর খেলতে পারেনি। আর সেই সাথেই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।
আসছে জুনে শুরু হচ্ছে ২০১৮ রাশিয়ার বিশ্বকাপ। নেইমার এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। পেলে বলেন ব্রাজিল দলে নেইমার অন্যতম অপরিহার্য খেলোয়াড়। মনে পরে সেই সেমি ফাইনেল্র কথা ইতিহাসের বড় লজ্জা পেল ব্রাজিল ৭-১ গোলে হেরে গেল জার্মানির কাছে । নেইমার সেই ম্যাচ মিস করেছিল । থাকলে হয়ত অন্যরকম হতে পারত। নেইমারদের ব্রাজিল এবারের বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এক নম্বর হয়েছে। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৮ ম্যাচে ১২টি জয় ছিল তাদের। একটিতে মাত্র হার।
পেলে মনে করেন নেইমার ছাড়াও দলে আরো কত গুলো প্রতিভাবান খেলোয়ার রয়েছে। দলের কোচ তিতে তাদের কে একটি ঞ্জায়গায় নিয়ে আসতে পারলেই সবই সম্ভব। তিনি আরো বলেন,ব্রাজিলের এবারের বিশ্বকাপ থেকে সম্মান পুনরুদ্ধারের বিরাট সুযোগ। আর সেটা করার জন্য নেইমারকেই সবার আগে দেখেন তিনি।
পেলে বলেছেন, ‘সে তো দ্বিতীয় সুযোগটা পেয়েছে। দুর্ভাগ্যবশত, ব্রাজিলে যা হয়েছিল তা তো বিপর্যয়। ব্রাজিলে শেষ বিশ্বকাপে সে ইনজুরিতে পড়ল। ব্রাজিল হারল। আমার মনে হয় ওখান থেকে বের হয়ে আসার জন্য এটা তার কাছে বিরাট বিশাল সুযোগ।
এমটি নিউজ/এপি/ডিসি