বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:১৬:৫৯

ভারতের মাটি কাঁপিয়ে ছো্ট্ট টাইগারদের বিশাল অর্জন, কোথায় এখন বাংলাদেশ?

ভারতের মাটি কাঁপিয়ে ছো্ট্ট টাইগারদের বিশাল অর্জন, কোথায় এখন বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট টিম। এখানে বড় সাফল্য বাংলাদেশের। ভারতের মাটিতে টাইগারদের বাঁধভাঙ্গা উল্লাস এখন ছোট্ট টাইগারদের, ৮ উইকেটে জিতে ফাইনালে বাংলাদেশ। ভারতের মাটিতে প্রতিপক্ষ দেশ পাত্বাই পায়নি হবু মাশরাফিদের কাছে। ভারতের মাটি কাঁপিয়ে ছো্ট্ট টাইগারদের বাঁধভাঙ্গা উল্লাস। আর কোথায় এখন বাংলাদেশ? চলে আসে সে প্রশ্ন। টাইগারদের গর্জন ও হুঙ্কারেই যেন উড়ে যায় প্রতিপক্ষ দেশ! ৫০ ওভারের ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। বীরদর্পে এ জয়ের মাধ্যমে এখন ফাইনালে বাংলাদেশ। ২৬ ওভার ২ বলে ৯৯ রান করে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে নিমিষেই জয় তুলে নিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ শান্তকে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মিরাজ ৩৭ ও শান্ত করেন ৩৮ রান। বাংলাদেশ টিমের বোলার শাওন ও সায়েম ৩ টি করে উইকেট পান। অন্যদের মধ্যে রানা ২টি ও মিরাজ ১টি উইকেট শিকার করেন। বাংলাদেশ-আফগানিস্তান ও ভারতের মধ্যে আয়োজিত এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। এই লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ ও ভারতের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কোটি কোটি মানুষের দৃষ্টি এখন থাকবে এই লড়াইয়ের দিকেই। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে