বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৫৪:৫৫

রান খরায় ভুগছেন প্রোটিয়া চার ব্যাটসম্যান

রান খরায় ভুগছেন প্রোটিয়া চার ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় স্বাগকিত ভারত। জবাবে ১১ রানে করতে গিয়ে দুই উইকেট হারাতে দক্ষিণ আফ্রিকা। এতে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ২০৪ রানে পিছিয়ে সফরকারী প্রোটিয়ারা। তবে দুঃখের বিষয়টি হচ্ছে এদিন প্রোটিয়াদের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কোনো রানের নাগাল পায়নি। তারা হচ্ছে ভ্যান জিল ও হাশিম আমলা। এই দুই ব্যাটসম্যানের মধ্যে শূন্য রানে এখনো অপরাজিত আমলা এবং ভ্যান জিল শূন্য করে আউট হয়ে যান। তিনি সফল না হলেও মোটামুটি ৪ রান নিয়ে সন্তষ্ট ইমরান তাহির। এই দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা-অশ্বিন জুটি৷ প্রথম দিনশেষে ক্রিজে আছেন ডিন এলগার(৭) ও হাসিম আমলা(০)৷ প্রথম ইনিংসে ভারত দলের পক্ষে কোহলি (২২), পূজারা (২১)ও রাহানে (১৩),মুরলি বিজয়ের(৪০),ঋদ্ধিমান সাহা(৩২) , রবীন্দ্র জাদেজা(৩২) ও অশ্বিনের (১৫) রান করেছেন। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে হারমার চারটি ও মর্কেল তিনটি উইকেট নেন৷ এছাড়া রাবাদা, তাহির ও এলগার একটি করে উইকেট পান৷ ২৫, নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে