বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৯:৪৮:০৭

টস ছাড়াই হবে ক্রিকেট ম্যাচ!

 টস ছাড়াই হবে ক্রিকেট ম্যাচ!

স্পোর্টস ডেস্ক: টস ক্রিকেটের গুরুত্বপূর্ন একটি অংশ। ক্রিকেটের ঐতিহ্যগতভাবে দু’পক্ষের অধিনায়কের উপস্থিতিতে টসের মাধ্যমে নির্ধারণ হবে কে আগে ব্যাটিংয়ে যাবে, কে ফিল্ডিং করবে। কিন্তু ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটের দ্বিতীয় বিভাগে আগামী মৌসুম থেকে উঠে যেতে পারে টস! ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টস উঠিয়ে দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বলেই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবারের ইসিবি কার্যনির্বাহী কমিটির বোর্ডের মিটিংয়ের দিকে। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তক্রমে যদি টসের নিয়ম উঠিয়ে দেয়া হয় তবে আগামী মৌসুম থেকে পরীক্ষামূলক ভাবে সেই সিদ্ধান্তের প্রয়োগ দেখা যেতে পারে ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে। আর সেক্ষেত্রে সফরকারী দলকে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নেবার সুযোগ দেয়া হবে। টেস্ট থেকে টস উঠিয়ে দেয়ার ব্যাপারে গত আগস্টেই সাবেক অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেটে টসের নিয়ম উঠিয়ে দেয়া উচিৎ।’ তাদের যুক্তি হচ্ছে, এটা হলে স্বাগতিক দেশগুলো শুধুই নিজেদের বোলার আর ব্যাটসম্যানদের সুবিধা অনুযায়ী পিচ বানাতে পারবে না। ফলে টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীতা আরো বাড়বে। সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহও ছিলেন এই মতের পক্ষেই। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে