রবিবার, ১০ জুন, ২০১৮, ০৮:৫৪:৫৪

এই হোয়াইটওয়াশ বাংলাদেশের প্রাপ্য ছিলো: আফগান কোচ সিমন্স

এই হোয়াইটওয়াশ বাংলাদেশের প্রাপ্য ছিলো:  আফগান কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন আগেই বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য সাক্ষাতকার দিয়ে গিয়েছিলেন ফিল সিমন্স। কিন্তু বিসিবির অবহেলায় আর কোচ হতে পারেননি তিনি। তবে বাংলাদেশ থেকে গিয়েই আফগানিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন উইন্ডিজকে ২ বার টি-২০ বিশ্বকাপ জেতানো এই কোচ। সিমন্সের মতে বাংলাদেশের এই হোয়াইটওয়াশ তাদের প্রাপ্য ছিলো।

সিমন্স বলেন ,’  ‘আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে দেরাদুনে যেভাবে খেলেছে, সেটা তাদের প্রাপ্য ছিল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারায় আমি তাই আনন্দিত। পরিশ্রমের ফল যখন আসে তখন সবারই ভালো লাগে। আর হোয়াইটওয়াশটাও প্রাপ্য ছিলো বাংলাদেশের।’

সিমন্স আরো বলেন ,’ কোচ হিসেবে আমি আমার দায়িত্ব শতভাগ রাখতে চেষ্টা করি। যে দলের হয়েই কাজ করবো, তাদের একটা ভিত গড়ে দিয়ে আসার চেষ্টা করবো। কারণ সঠিক পাইপলাইন ক্রিকেটের ভালো ভবিষ্যৎ তৈরি করে। তাদের ভীত গড়ে দেওয়ার চেষ্টা করেছি সবসময়।’
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে