রবিবার, ১০ জুন, ২০১৮, ০৯:১৫:৩১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন? বিশ্বকাপ সামনে রেখে নতুনভাবে সেজেছে রাশিয়া। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়াম। প্রতিটি স্টেডিয়ামই সেজেছে রঙিনভাবে। আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর।

এদিন ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর দুই ঘণ্টা পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। আর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ থেকে এবার বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে বিটিভি, মাছরাঙা টিভি ও নাগরিক টিভির পর্দায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইভ ইট আপ’ শিরোনামের থিম সংটি গেয়ে শোনাবেন নিকি জ্যাম, উইল স্মিথ ও ইরা ইস্ত্রোফি। আর নৃত্যের ছন্দে রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন নৃত্যশিল্পীরা। এছাড়া মস্কোর রেড স্কোয়ারে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে প্ল্যাসিডো ডোমিঙ্গুয়েজ ও জুয়ান দিয়েগো ফ্লোর্সের মতো তারকারা পারফর্ম করবেন।

৩২টি দলের অংশগ্রহণে ১৪ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে আগামী ১৫ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত লুঝনিকি স্টেডিয়ামে। ১১টি শহরের ১২টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে